এডমন্টন পুলিশ সার্ভিসের পক্ষ থেকে দক্ষিণ এশিয়ান সম্প্রদায়ের সাথে সম্পর্ক জোরদারে একটি কমিউনিটি লিয়াজন কমিটি গঠিত হয়েছে। এডমন্টনের গুরুত্বপূর্ণ কমিটিতে যোগ দিয়েছেন বাংলাদেশ প্রেসক্লাব সেন্টার অব আলবার্টার সভাপতি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কানাডা ইউনিট কমান্ডের নির্বাহী সদস্য দেলোয়ার জাহিদ।

এডমন্টনের বিস্তৃত দক্ষিণ এশীয় সম্প্রদায়ের সাথে একত্রে কাজ করতে আগ্রহী এডমন্টন পুলিশ. যা বাঙ্গালী সম্প্রদায়ের জন্য অতীব গুরুত্বপূর্ণ।  আজ সন্ধ্যায় এডমন্টন পুলিশ সার্ভিসের  (নর্থইষ্ট) কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।

 

বৈঠকে এডমন্টন (নর্থইষ্ট) পুলিশ সুপার সভাপতিত্ব করেন.

 

দেলোয়ার জাহিদ সম্প্রদায়ের সাথে পুলিশের যোগাযোগের ফাঁকগুলো দূর করতে নৈমিত্তিক কোন সুযোগ তৈরীর কথা বলেন। তিনি বিভিন্ন সম্প্রদায়ের সাথে সংলাপ, অপরাধ প্রতিরোধ, সম্প্রদায়ের মধ্যে অন্যান্য সংযোগের সুযোগকে ব্যবহারের পরামর্শ দেন। লক্ষ্য হচ্ছে পুলিশ সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ স্থাপন তাকে শক্তিশালী করা, বিভিন্ন সম্প্রদায়ের বিষয়বস্তুর উপর কমিউনিটি পুলিশ উভয়কে সচেতনতা শিক্ষা প্রদানের জন্য চলমান সংলাপ ইতিবাচক সম্পর্ককে আরো উন্নীত করার উপর জোরারূপ করেন তিনি।

পুলিশ সুপার সামপ্রতিক ঘৃণাত্মক আক্রমণের শিকার বাংলাদেশী আনুমুরের ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here